September 27, 2021

Sylhet Amar Sylhet

www.sylhetamarsylhet.com

গলা থেকে ৭ ইঞ্চি লম্বা মাছ বের করলেন চিকিৎসকরা!

অনলাইন ডেস্ক :

 

গলায় মাছের কাঁটা আটকে যাওয়া খুব সাধারণ ঘটনা। অনেকেই জীবনে এই অভিজ্ঞতার সম্মুখীন হয়েছেন। কিন্তু গলায় আস্ত মাছ আটকে যাওয়ার কথা শুনেছেন কখনও? সম্প্রতি এ রকমই ঘটনায় বিস্মিত হয়েছেন কলম্বিয়ার চিকিৎসকরা। তারা এক যুবকের গলায় আটকে থাকা ৭ ইঞ্চি লম্বা মাছ বের করেছেন। সুস্থও রয়েছেন ২৪ বছরের ওই যুবক।

জানা গেছে, গত সপ্তাহে কলম্বিয়ার উত্তরে অবস্থিত পিভজাই শহরের একটি হ্রদে মাছ ধরতে গিয়েছিলেন ঐ যুবক। একটি মাছ ধরে তোলার পরই তার ছিপে আটকায় আরও একটি মাছ। দ্বিতীয় মাছটিকে হাতছাড়া করতে চাননি তিনি। প্রথম মাছটিকে নিজের মুখে চেপে ধরেন এবং দ্বিতীয় মাছটিকে পানি থেকে ডাঙায় তুলতে উদ্যত হন। এই করতে গিয়েই তার গলায় আটকেছিল ৭ ইঞ্চি লম্বা মাছটি।