September 19, 2021

Sylhet Amar Sylhet

www.sylhetamarsylhet.com

ফেঞ্চুগঞ্জে প্রবাসী জোবায়ের হোসেন জুবের দৈত ব্যাডমিন্টন প্রতিযোগিতার পুরস্কার বিতরণ

দক্ষিণ সুরমা প্রতিনিধি :

 

ফেঞ্চুগঞ্জ উপজেলার নুরপুর ফকিরপাড়ায় নুকফ সংসদ আয়োজিত প্রবাসী জোবায়ের হোসেন জুবের দৈত ব্যাডমিন্টন প্রতিযোগিতার ফাইনাল খেলা গত ৪ ফেব্রুয়ারী – বৃহস্পতিবার সন্ধ্যায় অনুষ্ঠিত হয়।

ফাইনেল খেলায় জামালাবাদ ফেঞ্চুগঞ্জ জুটি, মুক্তা পারভিন মুন্সিবাজার জুটিকে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে।

খেলা শেষে নুকফ সংসদের সভাপতি সাহেদ আহমদ এর সভাপতিত্বে অনুষ্ঠিত পুরস্কার বিতরণী সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সিলেট ৩ আসনের সংসদ সদস্য, সিলেট জেলা আওয়ামীলীগের সহ সভাপতি, এমএসসি স্পোর্টিং ক্লাবের প্রতিষ্টাতা মাহমুদ উস সামাদ চৌধুরী।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন ফেঞ্চুগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোঃ শাফায়েত ইসলাম, সিলেট জেলা পরিষদের সদস্য আব্দুল আউয়াল কয়েস, মাইজগাঁও ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান নুরুল ইসলাম বাছিত।

অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন আব্দুল মালিক সাইস্তা, তিতন মিয়া, সামছুল ইসলাম, সিরাজুল ইসলাম, মছলু মিয়া, আল কাওসার টিটু, সাংবাদিক মামুনুর রশীদ, দেলোয়ার হোসেন পাপ্পু, মুক্তিযোদ্ধা আকরাম হোসেন প্রমুখ।