October 20, 2021

Sylhet Amar Sylhet

www.sylhetamarsylhet.com

ডব্লিউএইচও মহাপরিচালক টেড্রোস আডানোম গেব্রিয়াসিস। ছবি: ভয়েস অব আমেরিকা

করোনা মহামারির প্রভাব কয়েক দশক ধরে থাকবে: ডব্লিউএইচও

করোনা মহামারির প্রভাব আগামী কয়েক দশক ধরে চলতে পারে বলে জানিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও)।

শুক্রবার সংস্থার জরুরি কমিটির এক বৈঠকে এই কথা বলেন ডব্লিউএইচও মহাপরিচালক টেড্রোস আডানোম গেব্রিয়াসিস।

তিনি বলেন, মহামারিটি একেক দেশে স্বাস্থ্য সমস্যা তৈরি করছে। যার ফল স্বরূপ এর প্রভাব আগামী কয়েক দশক পর্যন্ত থেকে যেতে পারে।

টেড্রোস আডানোম আরো বলেন, যদিও করোনা ভাইরাস নিয়ে গবেষণায় অগ্রগতি হয়েছে, তারপরও অনেক প্রশ্নের উত্তর এখনও মেলেনি। মানুষ এখনও ঝুঁকিতে থেকে গেছে।

গত বছরের শেষ দিকে চীনের উহান শহরে থেকে করোনা ভাইরাস বিশ্বব্যাপী ছড়িয়ে পড়ে। এতে এখন পর্যন্ত ৬ লাখের বেশি মানুষ মারা গেছে। খবর: আল জাজিরা