October 23, 2021

Sylhet Amar Sylhet

www.sylhetamarsylhet.com

পবিত্র ঈদুল আজহা উপলক্ষে দুর্নীতি মুক্তকরণ বাংলাদেশ ফোরামের শুভেচ্ছা ঈদ মোবারক

দুর্নীতি মুক্তকরণ বাংলাদেশ ফোরামের কেন্দ্রীয় সভাপতি ও সিনিয়র আইনজীবী নাছির উদ্দীন ও সাধারণ সম্পাদক মকসুদ হোসেন এক বিবৃতিতে ত্যাগ মহিমায় উদবাসিত পবিত্র ঈদুল আজহা উপলক্ষে দেশবাসীকে সংগঠনের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও ঈদ মোবারক জানিয়েছেন।

শুভেচ্ছা বার্তায় নেতৃবৃন্দ বলেন, একদিকে করোনা ভাইরাস ও ভয়বহ বন্যায় দেশের মানুষ বিপর্যস্ত ও অসহায়.., সীমাহীন দুঃখে যন্ত্রণার মধ্যে দিয়ে পবিত্র ঈদুল আজহা পালন হবে।

সকল বিশৃঙ্খলা অশান্তির অন্যতম উৎস হচ্ছে অসৎ এই নেতৃত্ব। এই নেতৃত্ব বর্জন ও প্রতিরোধে লক্ষে দেশবাসী আজ জাতিয় ঐক্য চায়।

নেতৃবৃন্দ বলেন, ছবর ও হিম্মতের সাথে মহান আল্লাহ পাকের কাছে বেশি বেশি করে ক্ষমা ও প্রার্থনার মধ্যে দিয়ে পলন হোক এবারের পবিত্র ঈদুল আজহা।