September 27, 2021

Sylhet Amar Sylhet

www.sylhetamarsylhet.com

স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. নাসিমা সুলতানা [ফাইল ছবি]

দেশে ২৪ ঘণ্টায় করোনায় আরও ৫০ জনের মৃত্যু

অনলাইন ডেস্ক :
করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরও ৫০ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে আরও ২৯২৮ জন করোনা রোগী শনাক্ত হয়েছেন।

সোমবার দুপুরে স্বাস্থ্য অধিদফতরের করোনাভাইরাস বিষয়ক নিয়মিত অনলাইন স্বাস্থ্য বুলেটিনে এ তথ্য জানান অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. নাসিমা সুলতানা।

বুলেটিনে জানানো হয়, গত ২৪ ঘণ্টায় আরও ১৩ হাজার ৩৬২টি নমুনা পরীক্ষা করা হয়। নতুন নমুনা পরীক্ষায় করোনা শনাক্ত হয়েছে আরও ২ হাজার ৯২৮ জনের মধ্যে। এ পর্যন্ত মোট ২ লাখ ৭ হাজার ৫৩৫ জনের করোনা শনাক্ত হয়েছে। আক্রান্তদের মধ্যে মারা গেছেন আরও ৫০ জন। মোট প্রাণহানি সংখ্যা দাঁড়ালো ২৬৬৮ জনে।

বরাবরের মতো করোনাভাইরাস থেকে সুরক্ষিত থাকতে সবাইকে সাবান দিয়ে হাত ধোঁয়া, মুখে মাস্ক পরা এবং অন্যান্য স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বান জানান তিনি।