October 20, 2021

Sylhet Amar Sylhet

www.sylhetamarsylhet.com

বিল গেটস, ওবামা, বাইডেনদের টুইটার অ্যাকাউন্ট হ্যাকড

বিল গেটস, ওবামা, বাইডেনদের টুইটার অ্যাকাউন্ট হ্যাকড

অনলাইন ডেস্ক :

বিশ্বের প্রভাবশালী ব্যক্তিদের টুইটার অ্যাকাউন্ট হ্যাক করে বিট কয়েন দাবি করেছে হ্যাকাররা।

‘আপনি আমায় ১ হাজার ডলার পাঠান, আমি আপনাকে ২ হাজার ডলার ফেরত দেব’—এমন টুইট করেছেন বিল গেটস।

শুধু বিল গেটসই না, সাবেক মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা থেকে শুরু করে জো বাইডেনসহ অনেকের ভেরিফায়েড টুইটার হ্যান্ডেল থেকে এমন মেসেজ ছড়িয়েছে নেট দুনিয়ায়।—খবর ডয়চে ভেলের

এ নিয়ে রীতিমতো সাড়া পড়ে গেছে গোটা বিশ্বে। পরে টুইটার জানায়, বিশ্বের বহু হাইপ্রোফাইল ব্যক্তির টুইটার অ্যাকাউন্ট হ্যাক হয়েছে, সে কারণেই এমন মেসেজ ছড়িয়ে পড়েছে।

ঘটনার সূত্রপাত হয় বুধবার। বিল গেটস, এলন মাস্ক, সিলিকন ভ্যালির জায়েন্ট সংস্থা উবার, অ্যাপেল সবারই টুইটার অ্যাকাউন্ট হ্যাক হয়। আধঘণ্টার মধ্যে যদি বিট কয়েন বা ক্রিপ্টো কারেন্সির মাধ্যমে তাদের ১ হাজার ডলার দেওয়া হয়, তা হলে দ্রুত তা দ্বিগুণ হয়ে যাবে।

বিট কয়েন বা ক্রিপ্টো কারেন্সি হলো এক ধরনের ভার্চুয়াল কয়েন। এর মাধ্যমেই ভার্চুয়াল জগতে টাকার আদান-প্রদান করা যায়।