September 26, 2021

Sylhet Amar Sylhet

www.sylhetamarsylhet.com

দক্ষিণ সুরমা প্রেসক্লাবে প্রবাসী সৈয়দ মোজাফফর আলীর পিপিই প্রদান

মহামারী করোনার সংক্রমণ রোধে স্বাস্থ্য সুরক্ষার জন্য দক্ষিণ সুরমা প্রেসক্লাবের সাংবাদিকদের উপহার হিসেবে ব্যক্তিগত সুরক্ষা সামগ্রী (পিপিই) ও মাস্ক, গ্লাভস দিয়েছেন যুক্তরাজ্য প্রবাসী সৈয়দ মোজাফফর আলী।

১৩ জুলাই সোমবার বিকালে দক্ষিণ সুরমা প্রেসক্লাব সভাপতি জাহাঙ্গীর আলম মুসিক ও সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম ইমরান এর কাছে প্রেসক্লাব কার্যালয়ে ২০টি পিপিই হস্তান্তর করা হয়।

যুক্তরাজ্য প্রবাসী সৈয়দ মোজাফফর আলীর পক্ষে পিপিই হস্তান্তর করেন সিলেট জেলা বিএনপির সাবেক উপদেষ্টা ফালাকুজ্জামান চৌধুরী জগলু ও মহানগর বিএনপি’র সহ দপ্তর সম্পাদক সাবেক ছাত্রনেতা লোকমান আহমদ।

এ সময় উপস্থিত ছিলেন দক্ষিণ সুরমা প্রেসক্লাবের কোষাধ্যক্ষ আব্দুল খালিক, সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক শফিক আহমদ শফি, বর্তমান দপ্তর ও পাঠাগার সম্পাদক শরীফ আহমদ, সিলেট জেলা বিএনপির সাবেক সদস্য আমিনুর রহমান চৌধুরী শিফতা, জেলা যুবদল নেতা সাহেদ আহমদ, সমাজসেবী বসর আলী, সাবেক ছাত্রনেতা আমিনুল ইসলাম আনহার, জেলা রোবার স্কাউট প্রতিনিধি জুবায়ের আহমদ, ছাত্রনেতা ইয়াছিন আরাফাত আনছার প্রমুখ।