September 26, 2021

Sylhet Amar Sylhet

www.sylhetamarsylhet.com

সিলেট আদালতপাড়ায় বড় হচ্ছে করোনার থাবা : চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের ৮ জন আক্রান্ত

সিলেট আদালতপাড়ায় দিন দিন বড় হচ্ছে মরণব্যাধি করোনার থাবা। সিলেট জেলা চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের মোট ৮ জন স্টাফ করোনা আক্রান্ত হলেন। আক্রান্তদের মাঝে একজন ম্যাজিস্ট্রেটও রয়েছেন। এছাড়া রয়েছেন স্ট্যানো টাইপিস্ট, জারিকারক, ড্রাইভার ও অফিস সহায়ক।

এই ৮ জনের মধ্যে ৫ জনের শরীরে গতকাল ওসমানী হাসপাতালের ল্যাবে পরীক্ষাকালে ধরা পড়ে করোনাভাইরাস। আর বাকি তিনজন কয়েকদিন আগে পজেটিভ শনাক্ত হন।

সিলেট জেলা চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের প্রশাসনিক কর্মকর্তা দীপংকর পাল আজ মঙ্গলবার (২৩ জুন) এসব তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, সিলেট জেলা চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের একজন ম্যাজিস্ট্রেটসহ মোট ৮ জন এ পর্যন্ত আক্রান্ত হয়েছেন। এর মধ্যে আছেন স্ট্যানো টাইপিস্ট, জারিকারক, ড্রাইভার ও অফিস সহায়ক।

আক্রান্তরা সবাই নিজ নিজ বাসায় আইসোলশনে আছেন এবং তারা সবই এখন পর্যন্ত সুস্থ আছেন বলে জানান দীপংকর পাল।

উল্লেখ্য, সিলেট চিফ মেট্টোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালতেরও ১১ জন স্টাফ মরণব্যধি করোনায় আক্রান্ত রয়েছেন। তাদের মধ্যে রয়েছেন পেশকার, পিয়ন, ড্রাইভার ও গানম্যান। গত ২০ জুন সি‌লেট চিফ মে‌ট্রোপ‌লিটন ম্যা‌জি‌স্ট্রেট আবুল কা‌শেম তথ্যটি জানান।