October 23, 2021

Sylhet Amar Sylhet

www.sylhetamarsylhet.com

সিলেট নগরীর টিলাগড় থেকে ‘হেরোইন কবির’ গ্রেফতার

সিলেট নগরীর টিলাগড় এলাকা থেকে ডাকাতি মামলার আসামী কবির মিয়াকে (৪৭) গ্রেফতার করেছে শাহপরাণ থানা পুলিশ। বুধবার ভোরে টিলাগড়ের বটেরতল এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। কবির জালালাবাদ থানায় দায়েরকৃত একটি ডাকাতি মামলার পরোয়ানাভূক্ত আসামী বলে জানায় পুলিশ।

কবির মিয়া টিলাগড় কল্যাণপুর এলাকার মৃত শেখ ইলু মিয়ার ছেলে। বুধবার সন্ধ্যায় সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপ কমিশনার (গণমাধ্যম) জেদান আল মুসা সাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে তার নাম কবির মিয়া ওরফে ডাকাত কবির ওরফে হেরোইন কবির হিসেবে উল্লেখ করা হয়।

পুলিশ জানায়, কবিরের বিরুদ্ধে বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে। তাকে আদালতের নির্দেশক্রমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।