October 20, 2021

Sylhet Amar Sylhet

www.sylhetamarsylhet.com

রাষ্ট্রপতি আবদুল হামিদ। (ফাইল ছবি)

সিলেটের উন্নয়নে কামরানের অবদান মানুষ মনে রাখবে: রাষ্ট্রপতি

অনলাইন ডেস্ক :

আওয়ামী লীগের কেন্দ্রীয় নির্বাহী সদস্য ও সিলেট সিটি করপোরেশনের সাবেক মেয়র বদর উদ্দিন আহমদ কামরানের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ।

সোমবার এক শোকবার্তায় রাষ্ট্রপতি বলেন, প্রথম নির্বাচিত মেয়র হিসেবে সিলেটের উন্নয়নে বদর উদ্দিন আহমদ কামরান যে অবদান রেখেছেন সে জন্য মানুষ তাকে সবসময় মনে রাখবে। তার মৃত্যুতে দেশ একজন নিবেদিতপ্রাণ নেতা হারালো।

রাষ্ট্রপতি বদর উদ্দিন আহমেদ কামরানের রুহের মাগফিরাত কামনা করেন ও তার পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।