September 27, 2021

Sylhet Amar Sylhet

www.sylhetamarsylhet.com

সিলেটে বিভাগে নতুন আরো ১৩৬ জনের করোনা শনাক্ত

সিলেট বিভাগের ৩ জেলায় নতুন আরো ১৩৬ জনের করোনা পজেটিভ শনাক্ত হয়েছে। এরমধ্যে সিলেট জেলার ৯২ জন, মৌলভীবাজার জেলার ২৬ জন এবং হবিগঞ্জ জেলার ১৮ জন রয়েছেন।

বৃহস্পতিবার সকালে ঢাকার ল্যাব থেকে এই ফলাফল সিলেট স্বাস্থ্য অধিদপ্তরকে জানানো হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন  স্বাস্থ্য অধিদপ্তর সিলেট বিভাগীয় কার্যালয়ের সহকারী পরিচালক ডা. আনিসুর রহমান। তিনি জানান, বৃহস্পতিবার সকালে ঢাকা থেকে ১৩৬ জনের করোনা পজেটিভ রিপোর্ট আমাদের জানানো হয়েছে এরমধ্যে সিলেট জেলার ৯২ জন, মৌলভীবাজার জেলার ২৬ জন এবং হবিগঞ্জ জেলার ১৮ জন রয়েছেন। এছাড়া পূ্র্বে যে ৩৩ জন শনাক্ত হয়েছিলেন তাদেরও পরিচয় পাঠানো হয়েছে।

জানা গেছে, গত ৩ ও ৪ এপ্রিল সিলেটে সংগ্রহ করা নমুনাগুলো পরীক্ষার জন্য ঢাকায় পাঠানো হয়েছিল।