September 26, 2021

Sylhet Amar Sylhet

www.sylhetamarsylhet.com

শাবির ল্যাবে ৪৬ জনের করোনা শনাক্ত

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্ত বিশ্ববিদ্যালয়ের (শাবি) পিসিআর ল্যাবে আরো ৪৬ জনের করোনা শনাক্ত হয়েছে। আক্রান্ত সকলেই সুনামগঞ্জ জেলার বিভিন্ন উপজেলার বাসিন্দা।

বিশ্ববিদ্যালয়ের জেনেটিক্স ইঞ্জিনিয়ারিং অ্যান্ড বায়োটেকনোলজি বিভাগের সহকারী অধ্যাপক হাম্মাদুল হক বিষয়টি নিশ্চিত করে জানান, ওসমানীর ল্যাবে মঙ্গল ও বুধবার ২৮২টি নমুনা পরীক্ষা করা হয়। এর মধ্যে ৪৬ জনের করোনা পজিটিভ পাওয়া গেছে। আক্রান্তরা সবাই সুনামগঞ্জ জেলার বাসিন্দা।

জানা গেছে, শনাক্তদের মধ্যে ছাতক উপজেলার ১৯ জন, দোয়ারাবাজার উপজেলয়ার ৯ জন, জামালগঞ্জ উপজেলার ৬ জন, জগন্নাথপুর উপজেলার ৩ জন, দক্ষিণ সুনামগঞ্জ উপজেলার ৬ জন, সদর উপজেলার ২ জন ও দিরাই উপজেলার একজন।