September 19, 2021

Sylhet Amar Sylhet

www.sylhetamarsylhet.com

ফাইল ফটো

করোনাযুদ্ধে হেরে গেলেন আরও এক পুলিশ সদস্য

করোনা ভাইরাসে জীবন দিলেন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কনস্টেবল মো. আলমগীর হোসেন। সোমবার (৮ জুন) দুপুরে এক ক্ষুদেবার্তার মাধ্যমে তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছে পুলিশ সদর দফতর। এ পর্যন্ত করোনায় ১৯ জন পুলিশ সদস্যের মৃত্যু হলো।

সর্বশেষ ৭ জুন সকাল পর্যন্ত পুলিশে করোনা আক্রান্তের সংখ্যা ছয় হাজার ২০৬ জন। এর মধ্যে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) এক হাজার ৮২৮ জন সদস্য আক্রান্ত হয়েছেন।

পুলিশ সদস্যদের মাঝে প্রথম কভিড-১৯ শনাক্ত হয় গত ২৫ এপ্রিল। আর গত ২৮ এপ্রিল এ রোগে পুলিশ সদস্যদের মধ্যে প্রথম মৃত্যুর ঘটনা ঘটে। এরপর পর্যায়ক্রমে চিকিৎসাধীন অবস্থায় ১৯ জন পুলিশ সদস্য কভিড-১৯ আক্রান্ত হয়ে মারা যান।