September 23, 2021

Sylhet Amar Sylhet

www.sylhetamarsylhet.com

স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা। ছবি: ফেসবুক লাইভ থেকে

করোনায় একদিনে রেকর্ড মৃত্যু, আক্রান্ত ১৫৩২

অনলাইন ডেস্ক :

করোনা ভাইরাসে একদিনে এখন পর্যন্ত সর্বোচ্চ রেকর্ড সংখ্যক ২৮ জনের মৃত্যু হয়েছে। এতে মৃত্যু বেড়ে দাঁড়িয়েছে ৪৮০ জন।

আর গত ২৪ ঘণ্টায় নতুন করে করোনা রোগী শনাক্ত হয়েছে ১৫৩২ জন। সব মিলিয়ে আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩৩ হাজার ৬১০ জন।

রবিবার দুপুরে অনলাইন বুলেটিনে স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা এ তথ্য জানান।

তিনি জানান, ২৪ ঘণ্টায় নতুন করে নমুনা পরীক্ষা করা হয়েছে আট হাজার ৯০৮ জনের। আর একদিনে সুস্থ হয়েছেন ৪১৫ জন। মোট সুস্থ হয়েছেন ছয় হাজার ৯০১ জন।