October 23, 2021

Sylhet Amar Sylhet

www.sylhetamarsylhet.com

শফিউল আলম চৌধুরী নাদেল (ফাইল ছবি)

আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক নাদেল করোনা আক্রান্ত

আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক (ময়মনসিংহ বিভাগ) শফিউল আলম চৌধুরী নাদেল করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। বৃহস্পতিবার তার করোনার রিপোর্ট পজিটিভ আসে বলে তার সাথে সংশ্লিষ্ট একটি সূত্র জানান।

সিলেটের সিভিল সার্জন ডা. প্রেমানন্দ মন্ডল জানান, বৃহস্পতিবার সিলেটে ১৩ জনের করোনা পজিটিভ এসেছে। এর মধ্যে আওয়ামী লীগের ওই নেতা থাকতে পারেন।

নাদেল আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদকের পাশাপাশি বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) ও সদস্য।

শফিউল আলম নাদেলের সাথে আলাপের বরাত দিয়ে সিলেট জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মাহি উদ্দিন আহমদ সেলিম সংবাদ মাধ্যমকে জানান, নাদেল করোনা ভাইরাসে আক্রান্ত হলেও তিনি সুস্থ আছেন এবং বাসায় আছেন। তিনি (নাদেল) সকলকে সচেতনতার সাথে চলার পাশাপাশি সবার কাছে তার জন্য দোয়া চেয়েছেন।