September 23, 2021

Sylhet Amar Sylhet

www.sylhetamarsylhet.com

সিলেটে একদিনেই ১৩ জনের দেহে করোনা শনাক্ত

সিলেট জেলায় একদিনে বেড়ে গেল করোনায় আক্রান্তের সংখ্যা। শুক্রবার সিলেট জেলায় ১৩ জন করোনা রোগী শনাক্ত হয়েছে।

জানা গেছে, শুক্রবার সিলেট ওসমানী মেডিকেল কলেজ ল্যাবে ৮৫ জনের নমুনা পরীক্ষা করা হয়। তন্মধ্যে ১৩ জনের শরীরে ধরা পড়ে করোনাভাইরাস। আক্রান্ত সবাই সিলেট জেলার বাসিন্দা।

ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের উপ পরিচালক ডা. হিমাংশু লাল রায় এ তথ্য জানিয়েছেন।

সিলেটে একদিনে ১৩ জন রোগী শনাক্তের বিষয়ে স্বাস্থ্য অধিদফতরের সিলেট বিভাগীয় অফিসের সহকারি পরিচালক ডা. আনিসুর রহমান জানান, বর্তমানে সামাজিক দূরত্ব বলতে কিছুই নেই। মানুষ ঘর থেকে বেরিয়ে পড়েছে। যার কারণে কমিউনিটি ট্রান্সমিশন থেকেই সিলেটে বাড়ছে করোনা রোগী। এ অবস্থা চলতে থাকলে সিলেটে ঢাকা ও নারায়ণগঞ্জ জেলার মত করোনা রোগী বাড়তে পারে বলে ডা. আনিসের মন্তব্য।

এ নিয়ে সিলেট বিভাগে করোনা রোগীর সংখ্যা ৩৫৯ জনে উন্নীত হল। এরমধ্যে শুধু সিলেট জেলাতেই ১১৬ জন করোনা রোগী পাওয়া গেল।