September 23, 2021

Sylhet Amar Sylhet

www.sylhetamarsylhet.com

করোনাকে জয় করে সুস্থ হবিগঞ্জের ডিসিসহ ৩ ম্যাজিস্ট্রেট

সিলেট আমার সিলেট ডেস্ক :

 

করোনাকে জয় করেছেন হবিগঞ্জের জেলা প্রশাসক মোহাম্মদ কামরুল হাসানসহ জেলা প্রশাসনের তিন নির্বাহী ম্যাজিস্ট্রেট। এদের মধ্যে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেটও রয়েছেন।

সর্বশেষ নমুনা পরীক্ষায় তাদের রিপোর্ট নেগেটিভ এসেছে এবং তারা শারিরীকভাবেও সুস্থ আছেন বলে জানিয়েছেন হবিগঞ্জের ডেপুটি সিভিল সার্জন ডা. মুখলেছুর রহমান উজ্জ্বল।

গত ৪ মে হবিগঞ্জের জেলা প্রশাসক কামরুল আহসানের করোনাভাইরাস শনাক্ত হয়। সোমবার ঢাকায় নমুনা পরীক্ষায় তার করোনাভাইরাস শনাক্ত হয়। এরআগে হবিগঞ্জের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট (এডিএম)সহ জেলা প্রশাসনের ৩ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট করোনাভাইরাসে আক্রান্ত হন।

তবে তারা প্রত্যেকেই এখন সুস্থ হয়ে ওঠেছেন বলে জানিয়েছেন জেলার ডেপুটি সিভিল সার্জন।