September 19, 2021

Sylhet Amar Sylhet

www.sylhetamarsylhet.com

ফাইল ছবি।

আইসোলেশনে দুই করোনা রোগীর প্রেম, অত:পর বিয়ে

অনলাইন ডেস্ক :

বর্তমানে বিশ্বের এক আতঙ্কের নাম করানা ভাইরাস। বাংলাদেশেও ভাইরাসটি প্রাধান্য লাভ করেছে। প্রতিনিয়ত বাড়ছে সংক্রমণের সংখ্যা। আর এর মধ্যে জয়পুরহাটের আক্কেলপুর উপজেলায় ঘটে গেল এক অন্য রকম ঘটনা।

করোনার চিকিৎসার জন্যে আইসোলেশন ওয়ার্ডে গিয়েই এক যুবক-যুবতীর মধ্যে গড়ে ওঠে প্রেমের সম্পর্ক। যা করোনাক্রান্তিকালে এক অবাক করার মতো ঘটনা। করোনা যুদ্ধের সময়ই খুঁজে নেন তাদের মনের মানুষ। অনেকবার তাদের নিষেধ করার পরও আইসোলেশনে থাকা ওই তরুণ ও তরুণী তাদের নিজ নিজ তলার বারান্দায় দাঁড়িয়ে কথা বলতেন কয়েকদিন।

তারা ঠিক করেন করোনা থেকে সুস্থ হলে প্রেমকে বিয়েতে রুপ দিবেন। আর করলেনও তেমনটাই। সুস্থ হয়ে বাড়ি ফিরে ঘরোয়াভাবে সেড়ে ফেলেন তাদের বিয়ের কাজ। জীবনযুদ্ধে মনের সঙ্গিকে পেয়ে দুজনই এখন আনন্দিত।