September 23, 2021

Sylhet Amar Sylhet

www.sylhetamarsylhet.com

ফেঞ্চুগঞ্জে দরিদ্রদের মধ্যে হাবিবুর রহমান হাবিবের সবজি ও মাছ বিতরণ

যুক্তরাজ্য আওয়ামী লীগের ত্রাণ ও সমাজ কল্যাণ সম্পাদক হাবিবুর রহমানের হাবিবের অর্থায়নে ফেঞ্চুগঞ্জের ছত্তিশ গ্রামে করোনার প্রাদুর্ভাবে কর্মহীন অসহায় দুঃস্থ মানুষের মাঝে শাক-সবজি এবং মাছ বিতরণ করা হয়েছে।

৬ মে বুধবার বিতরণ কার্যক্রমের সার্বিক তত্বাবধায়নে ছিলেন ছত্তিশ গ্রামের বাসিন্দা ফ্রান্স প্রবাসী রনি হাসান, ছাত্রলীগ নেতা জাহেদ আহমেদ, সাইদুল ইসলাম, এমডি সাইফুল প্রমুখ।

বিতরণকালে বক্তারা বলেন, পবিত্র মাহে রামাদ্বানের মাস ও করোনা ভাইরাস জনিত দুর্যোগের সময় কর্মহীন দুস্থ অসহায় পরিবারের মানুষ তাজা শাক-সবজি, মাছ ক্রয় করে খেতে পারছেন না। এমন দুর্যোগের সময় প্রবাসী হাবিবুর রহমানের হাবিবের পক্ষ থেকে দরিদ্র মানুষ সবজি ও মাছ পেয়ে আনন্দিত হয়েছেন।

বক্তারা বলেন, হাবিবুর রহমান হাবিবের মতো সমাজের বৃত্তবান’রা যদি যার যার অবস্থান থেকে এগিয়ে আসেন তাহলে দেশের এই সংকটময় মুহূর্তে প্রান্তিক মানুষরা কিছুটা হলেও আশার আলো দেখতে পারবেন।