September 26, 2021

Sylhet Amar Sylhet

www.sylhetamarsylhet.com

ছবি সংগৃহীত

যুক্তরাষ্ট্রে করোনায় আরো ২,২০৭ জনের মৃত্যু: জনস হফকিন্স

অনলাইন ডেস্ক :

যুক্তরাষ্ট্রে আবারো বেড়েছে করোনা ভাইরাসে প্রতি ২৪ ঘণ্টার মৃতের সংখ্যা। বাল্টিমোর ভিত্তিক জনস হফকিন্স ইউনিভার্সিটি স্থানীয় সময় মঙ্গলবার রাত সাড়ে ৮টা পর্যন্ত গত ২৪ ঘণ্টার হিসাব তুলে ধরে জানায়, গত ২৪ ঘণ্টায় যুক্তরাষ্ট্রে কোভিড-১৯ ভাইরাসে আরো ২ হাজার ২০৭ জনের মৃত্যু হয়েছে। খবর এএফপি’র।

প্রতিদিনের হিসাবে গত রবিবার ও সোমবার দেশটিতে মৃতের সংখ্যা প্রায় ১ হাজার ৩০০ হ্রাস পেয়েছিল। সেদিক থেকে এই মৃতের সংখ্যা অনেক বেড়েছে।

এ নিয়ে যুক্তরাষ্ট্রে করোনাভাইরাসে মৃতের মোট সংখ্যা বেড়ে ৫৮ হাজার ৩৫১ জনে দাঁড়িয়েছে। এতে দেখা যায়, বছরের পর বছর ধরে চলা ভিয়েতনাম যুদ্ধে আমেরিকার যত নাগরিক প্রাণ হারিয়েছে তা ছাড়িয়ে গেছে। জাতীয় আর্কাইভে থাকা রেকর্ড অনুযায়ী সে সময় এ যুদ্ধ ও দুর্ঘটনাসহ অন্যান্য কারণে প্রায় ৫৮ হাজার ২২০ নিহত হয়েছিল।

জনস হফকিন্সের দেয়া তথ্য অনুযায়ী, মঙ্গলবার দেশটিতে কোভিড-১৯ ভাইরাসে আক্রান্তের সংখ্যা বেড়ে ১০ লাখ ছাড়িয়েছে। এ সংখ্যা বিশ্বের মোট আক্রান্তের সংখ্যার প্রায় এক-তৃতীয়াংশ।

বিশ্বে করোনা ভাইরাসে এ পর্যন্ত সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত দেশ যুক্তরাষ্ট্র। ফলে, দেশটিতে আক্রান্তের ও মৃতের সংখ্যা বিশ্বের অন্য যেকোনো দেশের তুলনায় অনেক বেশি।