September 26, 2021

Sylhet Amar Sylhet

www.sylhetamarsylhet.com

দুবাইয়ে ৮৫২ জনের ইসলাম গ্রহণ 

অনলাইন ডেস্ক :

সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে চলতি বছরের শুরু থেকে এখন পর্যন্ত ৮৫২ জন ইসলাম ধর্ম গ্রহণ করেছেন। দেশটির মুহাম্মাদ বিন রাশেদ ইসলামিক সেন্টার এই তথ্য জানিয়েছে।

সংস্থাটি জানায়, গত বছর এই সংখ্যাটি ছিল ৮৩৮ জন।

সংস্থার পরিচালক মোহাম্মদ লুতা বলেন, সমাজের বিভিন্ন স্তরে ইসলামিক এই কেন্দ্রটি ধারাবাহিকভাবে আমিরাতি ও ইসলামী সংস্কৃতি ছড়িয়েছে এবং সহনশীলতার মূল্যবোধ প্রচার করেছে।

দুবাইয়ের এই সংস্থার পক্ষ থেকে বলা হয়েছে, কেউ ইসলাম ধর্ম গ্রহণ করতে চাইলে আইএসিএডি (IACAD) অ্যাপস বা হেল্পলাইনে (৮০০৬০০) যোগাযোগ করতে পারেন। খালিজ টাইমস, গালফ নিউজ।