September 19, 2021

Sylhet Amar Sylhet

www.sylhetamarsylhet.com

কানাইঘাটে সমাজসেবক হাফিজ মাসুম আহমদের ত্রাণ সামগ্রী বিতরণ

বৈশ্বিক মহামারী করোনাভাইরাস কোভিড-১৯ এর কারণে সংকটময় পরিস্থিতিতে দেশের সাধারণ মানুষ বিশেষ করে প্রান্তিক জনগোষ্ঠী, নিম্ন মধ্যবিত্ত ও মধ্যবিত্ত শ্রেণীর লোকজনের মধ্যে খাদ্যাভাব দেখা দিয়েছে। কর্মহীন হয়ে আর্থিক সংকটে পড়েছে মানুষ জন। মানবিকতার দায় থেকে অসহায় দরিদ্র মানুষের পাশে দাড়িয়েছেন কানাইঘাট উপজেলার কৃতি সন্তান, বিশিষ্ট আলেম, তরুণ সমাজসেবক ও শিক্ষানুরাগী হাফিজ মাওলানা মাসুম আহমদ।

হাফিজ মাসুম আহমদ গত বৃহস্পতিবার ও শুক্রবার কানাইঘাট উপজেলার ঝিংগাবাড়ী ও রাজাগঞ্জ ইউনিয়নের চারটি প্রশাসনিক ওয়ার্ডের শতাধিক লোকের মধ্যে নিত্যপ্রয়োজনীয় খাদ্য সামগ্রী ও নগদ অর্থ প্রদান করেন।

এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী হাফিজ ফয়েজ আহমদ, এনজিও কর্মী নাঈম আহমদ প্রমুখ।

খাদ্যসামগ্রী বিতরণ কালে হাফিজ মাসুম অসহায় ও খেটে খাওয়া মানুষের খোঁজ খবর নেন। তিনি এ মহাদুর্যোগকালে অভাবী জনসাধারণের পাশে দাঁড়াতে সমাজের বিত্তবান ও স্বাবলম্বী মানুষের প্রতি আহবান জানান।