October 23, 2021

Sylhet Amar Sylhet

www.sylhetamarsylhet.com

করোনা ভাইরাস: উদ্বেগজনক অবস্থায় নারায়ণগঞ্জ, মিরপুর-বাসাবো

অনলাইন ডেস্ক :

দেশে করোনা ভাইরাস সংক্রমণের দিকে দিয়ে উদ্বেগজনক অবস্থায় রয়েছে নারায়ণগঞ্জ এবং ঢাকার মিরপুর ও বাসাবো।

শনিবার দুপুরে করোনা পরিস্থিতি সংক্রান্ত অনলাইন স্বাস্থ্য বুলেটিনে এ তথ্য জানান স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক।

তিনি বলেন, করোনা ভাইরাস বেশ কয়েকটি জায়গায় বিস্তার লাভ করেছে। তার মধ্যে সবচেয়ে বেশি নারায়ণগঞ্জ, মিরপুর ও বাসাবোয়।

তিনি আরো বলেন, নারায়ণগঞ্জ জেলা থেকে বেশ কিছু লোক অন্যান্য জেলায় চলে গিয়েছে। ফলে সে সব জেলায় অনেকে আক্রান্ত হয়েছে।

স্বাস্থ্যমন্ত্রী জানান, সঠিকভাবে লকডাউন মানা না হলে পরিস্থিতি খারাপ হতে পারে।

দেশে গত ২৪ ঘণ্টায় করোনা ভাইরাসে আরো তিনজন মারা গেছে। ফলে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩০ জনে।

আর নতুন করে শনাক্ত হয়েছে ৫৮ জন। আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪৮২ জনে।

তাদের মধ্যে রাজধানীর ১৪ জন এবং নারায়ণগঞ্জের আটজন। অন্যরা দেশের বিভিন্ন জেলার।

সরকারের রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউটের পরিচালক ডা. মীরজাদী সেব্রিনা ফ্লোরা বলেন, যে তিনজনের মৃত্যু হয়েছে তাদের দুজন ঢাকার বাইরের, একজন ঢাকার। নতুন আক্রান্তদের ৪৮ জন পুরুষ, ১০ নারী।

নতুন করে সুস্থ হয়েছেন আরো তিনজন। এ পর্যন্ত মোট সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন ৩৬ জন।