September 27, 2021

Sylhet Amar Sylhet

www.sylhetamarsylhet.com

ডা. মীরজাদী সেব্রিনা ফ্লোরা। ফাইল ছবি

দেশে করোনায় মৃত্যু বেড়ে ২৭, নতুন আক্রান্ত ৯৪

অনলাইন ডেস্ক :

দেশে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরো ৬ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মোট মৃত্যুর সংখ্যা ২৭ জনে পৌঁছালো। শুক্রবার দুপুরে করোনা পরিস্থিতি নিয়ে নিয়মিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানায় সরকারের রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠান- আইইডিসিআর।

আইইডিসিআর আরো জানায়, গত ২৪ ঘণ্টায় সারাদেশে মোট ১১৮৪ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। গত ২৪ ঘণ্টায় নতুন করে আরো ৯৪ জনের দেহে করোনার উপস্থিতি শনাক্ত করা গেছে। এর মধ্যে পুরুষ ৬৯ জন ও মহিলা ২৫ জন। নতুন আক্রান্তদের মধ্যে ঢাকায় ৩৭ জন ও নারায়নগঞ্জে ১৬ জন ও বাকিদের সারাদেশ থেকে শনাক্ত করা হয়েছে। এ নিয়ে মোট করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ৪২৪।