September 27, 2021

Sylhet Amar Sylhet

www.sylhetamarsylhet.com

লন্ডনে বিয়ানীবাজারের আবুল ফাত্তাহ সাহেদের ইন্তেকাল

যুক্তরাজ্যের লন্ডনে আবুল ফাত্তাহ সাহেদ ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ….. রাজিউন)। সে সিলেটের বিয়ানীবাজার উপজেলার মাথিউরা ইউনিয়নের রায়বাসী গ্রাম নিবাসী, লন্ডনের এনফিল্ড জামে মসজিদের সাবেক কোষাধ্যক্ষ ইব্রাহিম আলীর কনিষ্ঠ ছেলে। আবুল ফাত্তাহ সাহেদ গত ৬ এপ্রিল দিবগাত রাত লন্ডনস্থ নিজ বাসভবনে ইন্তেকাল করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৩৬ বছর। সে প্রায় এক সপ্তাহ আগে অসুস্থ হয়ে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন।

সাহেদের পিতা ইব্রাহিম আলী স্বপরিবারে লন্ডনে বসবাস করেন। সাহেদ জন্মসূত্রে লন্ডনের নাগরিক।

উল্লেখ্য, আবুল ফাত্তাহ সাহেদ বার্মিংহামের বিশিষ্ট কমিউনটি নেতা আলী ইসমাইল ও সাবেক কাষ্টমস অফিসার ইসহাক আলী’র ভাতিজা।

মরহুমের পরিবারের পক্ষ থেকে তার ছোট ভাই ইসমত ইবনে ইসহাক সানজিদ মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করে সকলের নিকট দোয়া কামনা করেছেন।