September 27, 2021

Sylhet Amar Sylhet

www.sylhetamarsylhet.com

করোনায় স্পেনে ফের বেড়েছে মৃত্যুর হার, ২৪ ঘণ্টায় ৭৫৭

অনলাইন ডেস্ক :

স্পেনে গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে ৭৫৭ জন মারা গেছেন। যা আগের দিনের চেয়ে ১৪ জন বেশি। বুধবার দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাত দিয়ে এমনটি জানিয়েছে সংবাদমাধ্যম আল জাজিরা।

আল জাজিরার প্রতিবেদনে বলা হয়, আগেরদিন করোনায় আক্রান্ত হয়ে স্পেনে মৃতের সংখ্যা ছিল ৭৪৩ জন। করোনায় আক্রান্ত হয়ে স্পেনে এ পর্যন্ত মারা গেছেন ১৪ হাজার ৫শ ৫৫ জন।

ওয়ার্ল্ড ও মিটারের দেয়া তথ্য অনুযায়ী, স্পেনে এখন পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছে ১ লাখ ৪৬ হাজার ৬শ৯০ জন।

বিশ্বের বিভিন্ন দেশ করোনা ভাইরাসের কারণে গত ২৪ ঘণ্টায় যুক্তরাষ্ট্রে রেকর্ড ১৯৩৯ জনের মৃত্যু হয়েছে। প্রতিনিয়ত দেশটিতে আক্রান্ত ও মৃতের সংখ্যা হুহু করে বাড়ছে। দেশটিতে এখন মোট মৃতের সংখ্যা ১২ হাজার ৭২২ জন। আক্রান্ত ৩ লাখ ৯৮ হাজার ৭৮৫ জন।

এছাড়া ইতালি, ফ্রান্স,  যুক্তরাজ্য, ইরান, নেদারল্যান্ড, বেলজিয়াম, জার্মানিতে এই ভাইরাস ভয়াবহ আকার ধারণ করেছে।

এখন পর্যন্ত ইতালিতে মৃত ১৭ হাজার ১২৭, স্পেন ১৪ হাজার ৪৫, ফ্রান্স ১০ হাজার ৩২৮, যুক্তরাজ্যে ৬ হাজার ১৬৯, ইরান ৩ হাজার ৮৭২ জন। ইতোমধ্যে বিশ্বের ১৮০ টির বেশি দেশে ছড়িয়ে পড়েছে এই ভাইরাস। আল জাজিরা, বিবিসি, জনস হপকিন্স বিশ্ববিদ্যালয়, সিএনএন।