September 23, 2021

Sylhet Amar Sylhet

www.sylhetamarsylhet.com

ছবি: সংগৃহীত

দেশে করোনায় মৃত্যু বেড়ে ৯, আক্রান্ত ৮৮

অনলাইন ডেস্ক

করোনা ভাইরাসে দেশে গত ২৪ ঘণ্টায় আরও একজনের মৃত্যু হয়েছে। আক্রান্ত হয়েছে আরও ১৮ জন।

এ নিয়ে ভাইরাসটিতে মোট আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৮৮ জন। আর মৃত্যু বেড়ে হয়েছে ৯ জন।

রবিবার দুপুরে স্বাস্থ্য অধিদফতরের করোনা ভাইরাস সংক্রান্ত অনলাইন ব্রিফিংয়ে যুক্ত হয়ে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক এ তথ্য জানান।

এতে স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালক অধ্যাপক ডা. আবুল কালাম আজাদ, রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠানের (আইইডিসিআর) পরিচালক ডা. মীরজাদী সেব্রিনা ফ্লোরা উপস্থিত ছিলেন।

আইইডিসিআর পরিচালক বলেন, নতুন যিনি মারা গেছেন তার বয়স ৫৫ বছর। তিনি নারায়ণগঞ্জে থাকতেন।

নতুন আক্রান্ত ১৮ জনের মধ্যে ১২ জন ঢাকার, নারায়নগঞ্জের ৫ ও মাদারীপুরের একজন রয়েছেন।