September 27, 2021

Sylhet Amar Sylhet

www.sylhetamarsylhet.com

সিলেট। ছবি: গুগল ম্যাপস

সিলেটে ৫টার পর দোকান খোলা রাখা যাবে না

সিলেটের সকল নিত্যপ্রয়োজনীয় দোকান রবিবার থেকে নতুন নিয়মে খোলা থাকবে। এসকল দোকান বিকাল ৫টা পর্যন্ত খোলা রাখা যাবে। শুধু ওষুধের দোকান খোলা রাখা যাবে ৫টার পর।
সিলেট শহর ও জেলার সকল উপজেলার ক্ষেত্রে এ নিয়ম প্রযোজ্য হবে।

সিলেটের জেলা প্রশাসক এম কাজী এমদাদুল ইসলাম শনিবার এ আদেশ জারি করেছেন।

শনিবার সন্ধ্যায় সিলেটের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. মুস্তাফিজুর রহমান এ তথ্য নিশ্চিত করে বলেন, সন্ধ্যা ৫টার পর কেউ দোকান খোলা রাখতে পারবেন না।

তিনি জানান, সকাল থেকে নিত্যপ্রয়োজনীয় দোকান ও সার, বীজ, কীটনাশকের দোকান খোলা রাখা যাবে।

বিকাল ৫টায় বন্ধ করতে হবে এসব দোকান। ৫টা পর শুধু ওষুধের দোকান খোলা রাখা যাবে।