October 23, 2021

Sylhet Amar Sylhet

www.sylhetamarsylhet.com

সিলেটে বাড়ি ভাড়া মওকুফ করলেন বিএনপির নেতা কামাল

করোনাভাইরাসের কারণে অর্থনৈতিক মন্দার পরিস্থিতিতে সব ভাড়াটিয়ার মার্চ মাসের ভাড়া মওকুফ করে মানবতার উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছেন সিলেটের কোম্পানিগঞ্জ উপজেলার বিএনপির নেতা মো.কামাল উদ্দিন।

সিলেট নগরীর ফ্লাট, কলোনিসহ ১৯টি ফ‍্যামেলির বাসা ভাড়া ও কোম্পানীগঞ্জ উপজেলা দয়ার বাজারে ১৮ টি দোকানের ১ মাসের ভাড়া মওকুফ করেছেন।

তিনি বলেন, ‘সময়টা বেশ খারাপ। সারাবিশ্বের একই অবস্থা। করোনাভাইরাসের প্রাদুর্ভাবে মানুষ ঘর থেকেই বের হতে পারছেন না। অনেকের তো আর্থিক সংকট দেখা দিয়েছে। তবে যতো সংকটই আসুক, তা মোকাবিলায় মানুষকেই এগিয়ে আসতে হবে। তাই আমাদের সাধ্যের মধ্যে কিছু মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করেছি। আমি ভাড়াটিয়াদের কাছে মার্চ মাসের ভাড়া নেব না।

তাই দেশের সব বাসার মালিকদের এ সিদ্ধান্ত নেওয়া উচিত। দেশের এ সংকট মুহূর্তে পাশে দাঁড়ানোটাই বড় দায়িত্ব একজন নাগরিকের।