September 23, 2021

Sylhet Amar Sylhet

www.sylhetamarsylhet.com

খালেদা জিয়া। ছবি: সংগৃহীত

শিগগিরই মুক্তি পাচ্ছেন খালেদা জিয়া

অনলাইন ডেস্ক :

১৭ বছরের দণ্ড স্থগিত করে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে মুক্তির সিদ্ধান্ত নিয়েছে সরকার।

করোনা ভাইরাসের কারণে সৃষ্ট পরিস্থিতিতে তার বয়স ও মানবিক বিবেচনায় সরকার এ সিদ্ধান্ত নেয়। শর্ত সাপেক্ষে তাকে ৬ মাসের জন্য মুক্তি দেওয়া হচ্ছে।

মঙ্গলবার আইনমন্ত্রী আনিসুল হক রাজধানীর গুলশানে তার বাসায় সংবাদ সম্মেলন করে এ তথ্য জানান।

মন্ত্রী বলেন, স্বরাষ্ট্র মন্ত্রণালয় অনুমোদন দিলেই তিনি মুক্তি পাবেন।

তিনি বলেন, এসময় খালেদা জিয়া বাসায় থেকে চিকিৎসা নেবেন। দেশের বাইরে যেতে পারবেন না।

এদিকে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল সংবাদমাধ্যমকে জানিয়েছেন, নথি আসলেই ব্যবস্থা নেওয়া হবে।