October 23, 2021

Sylhet Amar Sylhet

www.sylhetamarsylhet.com

সিলেটে স্যামসাং মোবাইলের মাসিক ব্যবসা পর্যালোচনা সভা অনুষ্ঠিত

বিশ্বখ্যাত মোবাইল ফোন কোম্পানী স্যামসাং’র সিলেট বিভাগীয় রিটেইলারদের সাথে মাসিক ব্যবসা পর্যালোচনা সভা ১০ মার্চ মঙ্গলবার দুপুরে সিলেট নগরীর একটি হোটেলে অনুষ্ঠিত হয়।

জেএসবি ডিস্ট্রিবিউশন সিলেট ও স্যামসাং মোবাইল সিলেট আয়োজিত সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সামস্যাং মোবাইল বাংলাদেশের এসইসি প্রধান মোঃ ইমরান। বিশেষ অতিথির বক্তব্য রাখেন এক্সেল টেলিকমের সিএসএম মোঃ রেজওয়ান।

সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন এক্সেল টেলিকমের এরিয়া ম্যানেজার রিংকু সাহা, নিরুপম দাস, রিটেইল ম্যানেজার মোঃ জাফর, এক্সেল টেলিকমের টিএম শাফিউর রহমান, জেএসবি ডিস্ট্রিবিউশনের সত্ত্বাধিকারী মোঃ সাইফুর রহমান ও বদরুল আলম প্রমুখ। সভায় স্যামসাং মোবাইলের সিলেট বিভাগীয় রিটেইল বিক্রেতাগণ উপস্থিত ছিলেন।

সভা শেষে মাসিক ক্যাম্পেইনে স্যামসাং মোবাইল ফোনের সর্বাধিক বিক্রেতা তিন জন রিটেইলারের মধ্যে মালয়েশিয়া, থাইল্যান্ড ও নেপাল ট্রিপ বিজয়ীর পুরষ্কার বিতরণ করা হয়।

ট্রিপ বিজয়ীরা হলেন, করিম উল্লাহ মার্কেটের নওরিন টেলিকমের মনু, গোল্ডেন মোবাইলের মিশু ও গোয়ালাবাজারের ফাতেমা টেলিকমের মোঃ নুর।