September 26, 2021

Sylhet Amar Sylhet

www.sylhetamarsylhet.com

মুজিব বর্ষ উপলক্ষে নর্থ ইষ্ট মেডিকেল কলেজ ও হাসপাতালে সেমিনার শনিবার

মুজিব বর্ষ উপলক্ষে সিলেটের দক্ষিণ সুরমার নর্থ ইষ্ট মেডিকেল কলেজ ও হাসপাতালের উদ্যোগে ঐতিহাসিক ৭ মার্চ স্মরণে এক আলোচনা সভা ও সেমিনার আগামী ৭ মার্চ শনিবার বেলা ১১টায় ১নং ফাহিম লেকচার গ্যালারীতে অনুষ্ঠিত হবে।

আলোচনা সভা ও সেমিনার হাসপাতালের সকল শিক্ষক, চিকিৎসক, ছাত্র-ছাত্রী ও কর্মকর্তা-কর্মচারীদের যথাসময় উপস্থিত থাকার আহবান জানিয়েছেন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী ও মুজিব বর্ষ উদযাপন কমিটির আহবায়ক, নর্থ ইষ্ট মেডিকেল প্রাইভেট লিমিটেডের চেয়ারম্যান অধ্যাপক ডাঃ মোহাম্মদ আফজল মিয়া ও সদস্য সচিব, হাসপাতালের এনেসথেশিয়া বিভাগের প্রধান অধ্যাপক ডাঃ এম.এ জলিল বড়ভূইয়া।