September 26, 2021

Sylhet Amar Sylhet

www.sylhetamarsylhet.com

তুরুকখলা হাড়িয়ারচর জামে মসজিদের ওয়াজ মাহফিল শুক্রবার

দক্ষিণ সুরমা উপজেলার দাউদপুর ইউনিয়নের তুরুকখলা হাড়িয়ারচর জামে মসজিদের উদ্যোগে ও গ্রামবাসীর সার্বিক সহযোগিতায় আল্লামা ফুলতলী রহ. ও হরমুজ উল্লাহ শায়দা রহ. ও এলাকার মুর্দেগানের ইছালে ছওয়াব উপলক্ষে বার্ষিক ওয়াজ মাহফিল ও খতমে শবীনা আগামী ২৮ ফেব্রুয়ারি শুক্রবার বাদ জুম্মা মসজিদ সংলগ্ন মাঠে অনুষ্ঠিত হবে। শুক্রবার দুপুর ১২টায় খতমে শবীনা শুরু হবে। ওয়াজ মাহফিল বাদ জুম্মা শুরু হয়ে মধ্য রাতে শেষ হবে।

ওয়াজ মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিশিষ্ট আলেমেদ্বীন আল্লামা নজমউদ্দিন চৌধুরী ছাহেব জাদায়ে ফুলতলী। মাহফিলে দেশ বরেণ্য আলেম-উলামা ও স্থানীয় আলেমগণ বয়ান পেশ করবেন।

ওয়াজ মাহফিলে সার্বিক সহযোগিতা ও উপস্থিত থাকার আহবান জানিয়েছেন তুরুকখলা হাড়িয়ারচর জামে মসজিদের মুতাওয়াল্লী হাজী আব্দুল মুছব্বির ও সেক্রেটারী খায়রুল ইসলাম সেলিম, সহ সেক্রেটারী হারুন মিয়া।