September 23, 2021

Sylhet Amar Sylhet

www.sylhetamarsylhet.com

ছবি: সংগৃহীত

মিথ্যা বলছে চীন? করোনাভাইরাসে মৃত ২৫ হাজার!

প্রাণঘাতী করোনাভাইরাসে এখন পর্যন্ত মৃতের সংখ্যা ৬৩৬ জন বলে জানিয়েছে চীন সরকার। তবে চীনা এক সংস্থা দাবি করেছে, করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা অন্তত ২৫ হাজার।

এছাড়া টেনসেন্ট নামে সংস্থাটি করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা নিয়েও নতুন তথ্য দিয়েছে। চীন সরকার জানিয়েছে করোনায় আক্রান্তের সংখ্যা ৩০ হাজারের বেশি। এদিকে এই সংস্থা জানিয়েছে আক্রান্ত অন্তত দেড় লাখ।

তাইওয়ানের একটি সংস্থার কথায়, টেনসেন্ট নামে সংস্থাটি অনিচ্ছাকৃত ভাবে হলেও প্রকৃত মৃত ও আক্রান্তের সংখ্যা প্রকাশ করে ফেলেছে।

সংস্থাটির ওয়েবপেজে আরও জানানো হয়েছে, সংক্রমণের পরে সুস্থ হয়েছেন মাত্র ২৬৯ জন।

তবে অনেকে ধারণা করছেন, টেনসেন্ট ভুল করে তাদের রিপোর্টে ওই সংখ্যাটি লিখেছে। কিন্তু একাংশের মতামত, তারা হয়তো বাস্তব পরিস্থিতিটাকে প্রকাশ্যে আনতে চাইছে। তবে টেনসেন্ট এখনও বিষয়টি নিয়ে পরিষ্কার করে কোনও মন্তব্য করেনি।

গত ডিসেম্বরে চীনের উহান শহরে করোনাভাইরাসের আবির্ভাব ঘটে। প্রতিনিয়ত এই ভাইরাসে বাড়ছে আক্রান্তের সংখ্যা। এছাড়া বিশ্বের প্রায় ২৫ টি দেশে করোনাভাইরাস আক্রান্ত রোগী শনাক্ত করা হয়েছে।

করোনাভাইরাসে আক্রান্ত রোগীদের শরীরে প্রাথমিক লক্ষণ হিসেবে শ্বাসকষ্ট, জ্বর, সর্দি, কাশির মত সমস্যা দেখা দেয়।